thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ধামইরহাটে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

২০১৪ জানুয়ারি ১৯ ১২:৩০:৫৭
ধামইরহাটে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর ধামইরহাট-জয়পুরহাট সড়কে শল্পী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শুভ (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শুভ ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে দুর্গাপুর দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে একটি বালুবোঝাই ট্রাকে চড়ে শুভ তার নানাবাড়ি শল্পী বাজারে যাচ্ছিল। এ সময় ঝাঁকুনিতে ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

ধামইরহাট থানার পরিদর্শক (ওসি) একরামুল হক সরকার দ্য রিপোর্টকে জানান, ঘটনার পর শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/বিএ/এএস/এএল/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর