thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের ৪ সপ্তাহের আগাম জামিন

২০১৪ জানুয়ারি ১৯ ১৩:২০:৩৭
হলমার্ক চেয়ারম্যান জেসমিনের ৪ সপ্তাহের আগাম জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্পদের হিসাবের বিবরণী জমা না দেওয়ায় দুদকের করা মামলায় হলমার্ক চেয়ারম্যান জেসমিন ইসলামকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ব্যারিস্টার রফিকুল হক ও দুদকের পক্ষে খোরশেদ আলম শুনানি করেন।

প্রসঙ্গত, দুদকের পক্ষ থেকে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের কাছে তার সম্পদের হিসাবের বিবরণ চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা জমা দেননি। যার পরিপ্রেক্ষিতে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ৪ সপ্তাহের আগাম জামিন নিচ্ছেন জেসমিন ইসলাম।

(দ্য রিপোর্ট/এসএ/এফএস/ এমডি/এএল/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর