thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

উত্তরায় গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১৯ ১৩:৪৪:২১
উত্তরায় গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের ১২নং রোডের ৬নং বাসার পঞ্চমতলা থেকে শনিবার রাত ৯টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত গৃহপরিচারিকার নাম মাধবী (১২)। তার বাবার নাম মমিন উদ্দিন। গ্রামের বাড়ি নেত্রকোনা।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম বলেন, ‘শনিবার বিকাল ৫টার দিকে আলি আজম ও তার স্ত্রী কামরুননাহার ইয়াসমীন মাধবীকে একা বাসায় রেখে বাইরে যান। কাজ শেষে রাত ৮টায় বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। এরপর তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে। এ সময় তারা দেখেন বাথরুমের দরজাও বন্ধ। এরপর বাথরুমের দরজা ভাঙ্গা হয়। ওড়না দিয়ে বাথরুমের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।’

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/এএল/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর