thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ধুনটে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১৯ ১৩:৫৩:৫৭
ধুনটে যুবকের মৃতদেহ উদ্ধার

বগুড়া সংবাদদাতা : বগুড়ার ধুনটে অসীম কুমার দাস (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অসীম পৌর এলাকার দাসপাড়ার অনীল চন্দ্র দাসের ছেলে। এলাকার একটি মাঠ থেকে রবিবার সকালে অসীমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে অসীম নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রবিবার সকালে ধুনট ও সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার চকড়াদহ গ্রামের একটি ফসলি মাঠ থেকে অসীম কুমারের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সংবাদ পেয়ে কাজীপুর থানা পুলিশ সকালে মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডের কোনো রহস্য এখনো পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর