thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মুজিব-ইন্দিরা চুক্তি

অনুমোদনের জন্য লোকসভা-রাজ্যসভায় উপস্থাপন করবে ভারত

২০১৪ জানুয়ারি ১৯ ১৪:৩৮:৪২
অনুমোদনের জন্য লোকসভা-রাজ্যসভায় উপস্থাপন করবে ভারত

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্থলসীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি চূড়ান্ত অনুমোদনের জন্য খুব শিগগিরই তা লোকসভা ও রাজ্যসভায় উপস্থাপন করবে ভারত।

ভারত সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শনিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে সাক্ষাতকালে দু’দেশের স্থলসীমান্ত সমস্যা সমাধানে ‘মুজিব-ইন্দিরা চুক্তি’ বাস্তবায়নের অনুরোধ জানালে তিনি এ আশ্বাস দেন। ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ওই সময় সেখানে উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সাক্ষাতকালে বাণিজ্যমন্ত্রী ভারত সরকার কর্তৃক বাংলাদেশের নব-নির্বাচিত সরকারকে সমর্থন প্রদান ও সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করায় মনমোহন সিংকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। দু’দেশেরস্থলসীমান্ত সমস্যা সমাধানে ‘মুজিব-ইন্দিরা চুক্তি’ বাস্তবায়নসহ বিরাজমান দ্বি-পাক্ষিক সমস্যাদি নিয়ে আলোচনা করেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ভারতের প্রধানমন্ত্রী জানান,স্থলসীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে তা চূড়ান্ত অনুমোদনের জন্য অচিরেই লোকসভায় এবং রাজ্যসভায় পেশ করা হবে। এ ছাড়া ভারত সরকার ইতোমধ্যে তামাক এবং অ্যালকোহল বাদে অন্যান্য পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রদানের প্রস্তাব বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে তৎপর রয়েছে। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে যোগাযোগ বাড়াতে আন্তঃকাঠামোগত উন্নয়নেও ভারত যৌথ উদ্যোগ গ্রহণ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য সম্প্রসারণে প্রতিবন্ধকতা দূরীকরণে ট্যারিফ, নন-ট্যারিফ বাধা অপসারণে ইতঃপূর্বে উভয় দেশ সম্মত হয়েছে।

একই দিনে (শনিবার) ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা’র সঙ্গে পৃথক সাক্ষাতে তোফায়েল আহমেদ দু’দেশের দ্বি-পাক্ষিক বিষয় তুলে ধরে ভারতে বাংলাদেশের ট্রেড ভলিউম বৃদ্ধির জন্য বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ এবং বাংলাদেশের ব্যবসায়ীদের এক বছরের মাল্টিপল ভিসা প্রদানের জন্য জোর দাবি জানান।

বাণিজ্যমন্ত্রীর এ দাবির পরিপ্রেক্ষিতে আনন্দ শর্মা ইতিবাচক সাড়া প্রদান করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এস আর/এমডি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর