thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শপথ নিলেন আরও চার এমপি

২০১৪ জানুয়ারি ১৯ ১৫:২১:৩৫
শপথ নিলেন আরও চার এমপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় বিজয়ী সাত সংসদ সদস্যের মধ্যে চারজন শপথ নিয়েছেন। রবিবার বিকেল ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া সদস্যরা হলেন- দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী, গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের মনজুরুল ইসলাম লিটন, গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ইউনূস আলী সরকার ও লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ তড়িকত ফেডারেশনের এম এ আউয়াল।

এ ছাড়া বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির মুহম্মদ আলতাফ আলী, গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যশোর-৫ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বপন ভট্টাচার্যেরও একই সাথে শপথ নেওয়ার কথা থাকলেও তারা আসেননি।

গত ১৬ জানুয়ারি এ সব আসনে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে শনিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমডি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর