thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘দক্ষ মানবসম্পদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে’

২০১৪ জানুয়ারি ১৯ ১৫:২৯:৫৬
‘দক্ষ মানবসম্পদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারিকে নিজেদের বিবেক ও মেধা দিয়ে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সম্মেলনকক্ষে রবিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিগত ৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড অবহিতকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালায় তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘কৃষিজমি বাড়বে না, সম্পদও বাড়বে না। আমাদের লক্ষে পৌঁছাতে হলে দেশের জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে বড় বিনিয়োগ করলে আমরা এ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মন্ত্রী সব কিছু নাও জানতে পারে। তা ছাড়া মন্ত্রীকে হবে সব কিছু জানতে হবে, এমন কোনো কথা নেই। আপনারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন, আমিও আপনাদের যথাসাধ্য সাহায্য করব। তবে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যারা অতীতে ভুল করেছেন তারা ভবিষ্যতে আর ভুল করবেন না।’

নতুন মন্ত্রীকে শুভেচ্ছা ও সব রকম সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন বলেন, যুগোপযোগী শিক্ষা দানের মাধ্যমে আমাদের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে আমার সবাই আপনার নেতৃত্বে কাজ করে যাব।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে উন্নয়ন কর্মকাণ্ড অবহিতকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমডি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর