thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

রামেকহা’র সাবেক পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

২০১৪ জানুয়ারি ১৯ ১৫:৪৯:৩৪
রামেকহা’র সাবেক পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের প্রায় সাড়ে তিন কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের দায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেকহা) সাবেক পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- রামেকহা’র সাবেক পরিচালক ও দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল লতিফ, হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও টিইসির সদস্য সচিব ডা. এসএম আবুল কালাম আজাদ, রাজশাহীর ফাহিমা মেডিকেল হলের মালিক মো. মতিউর রহমান, স্কায়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আনিসুর রহমান, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার এমএ মান্নান, ডিপো অপারেশনস রেনেটা লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. রবিউল হোসেন, জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. সহিদুল আলম, এসিআই লিমিটেডের সাবেক রিজিওনাল ম্যানেজার (বর্তমানে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার) শেখ মোহাম্মদ আলী, তদন্তে আগত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলসের সাবেক পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।

দুদক সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য এমএসআর সামগ্রী ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। দরপত্র মূল্যায়ন কমিটি ২০টি দরপত্রের মধ্যে ১৪টি দরপত্র নন রেসপনসিভ হিসেবে এবং ৬টি দরপত্র রেসপনসিভ হিসেবে চিহ্নিত করে। ৬টি রেসপনসিভ দরপত্রের মধ্যে সর্বোচ্চ দরদাতা রাজশাহীর ফাহিম মেডিকেল হল তাদের প্রতিটি আইটেমের এমআরপি সর্বোচ্চ দর দিয়েছে। ওই প্রতিষ্ঠান সিডিউলের প্রতিটি আইটেমের দর দাখিল করে। রেসপনসিভ অপর পাঁচটি মেডিসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব মেডিসিন দর দাখিল করে। কোম্পানিসমূহ তাদের নিজস্ব ওষুধ যথাযথ দরে টেন্ডার দাখিল করার কারণে স্বাভাবিকভাবে তা এমআরপি/সরকারি মূল্যের অনেক কম দরে তারা দর দাখিল করেন। এ কারণে তাদের অনেকেই আইটেমভিত্তিক ওষুধ সরবরাহের আদেশ পাওয়া স্বাভাবিক ছিল। কিন্তু ৫টি রেসপনসিভ প্রতিষ্ঠান (একমি, এসিআই, স্কয়ার, রেনেটা ও জেসন) অদৃশ্য কারণে তাদের দরপত্র প্রত্যাহার করে। এতে ফাহিম মেডিকেল হল উচ্চ দরদাতা হওয়া সত্ত্বেও পিপিআর ২০০৮-এর ২৭ ধারার অজুহাত দেখিয়ে ওষুধ সরবরাহের আদেশ দেয় দরপত্র মূল্যায়ন কমিটি।

সূত্র আরও জানায়, এ টেন্ডারের ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও অনুমোদনকারী কর্তৃপক্ষ একই ব্যক্তি। দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি/অনুমোদনকারী এবং মূল্যায়ন কমিটির সদস্য সচিব একজন অভিজ্ঞ ব্যক্তি এবং তাদের অধীনেই টেন্ডারের যাবতীয় কাজ পরিচালিত হয়। ৬টি দরপত্রের মধ্যে একযোগে ৫টি কোম্পানির দরপত্র প্রত্যাহারের পর পুনরায় টেন্ডারের ব্যবস্থা না করে এবং প্রত্যাহারকৃত দরদাতাদের জামানত বাজেয়াপ্ত না করে একজন স্থানীয় ওষুধ ব্যবসায়ীর দর সর্বোচ্চ হওয়া সত্ত্বেও তাকে সবগুলো আইটেম কার্যাদেশ দেওয়া হয়। ক্ষমতার অপব্যবহার করে এ কার্যাদেশ দেওয়ায় সরকারের তিন কোটি ২৭ লাখ ১৮ হাজার ৭১৮ টাকা আর্থিক ক্ষতিসাধন হয়েছে।

এ ছাড়া যে আইটেমের দর বেশি পার্থক্য সে আইটেমের ওষুধ বেশি পরিমাণ সরবরাহের আদেশ দেওয়া হয়েছে। পাঁচটি রেসপনসিভ প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের দরপত্র প্রত্যাহার করে সর্বোচ্চ দরদাতাকে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বিষয়টি দুদকের তদন্তে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ডা. মো. ইফতেখার মাহমুদ, ডা. তরুন কুমার চৌধুরী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মো. সামসুজ্জামানের বিরুদ্ধে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও সদস্য সচিবের মতামতকে সঠিক বিবেচনা করে রেজুলেশনে স্বাক্ষরের মাধ্যমে মূল অপরাধের সঙ্গে সক্রিয় সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ ডিসেম্বর রাজপাড়া (আরএমপি) থানায় মামলাটি (মামলা নং-২৬) দায়ের করে কমিশন। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর ছিদ্দিক মামলাটির তদন্ত করেছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর