thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘সাম্প্রদায়িক হামলাকারীদের ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত’

২০১৪ জানুয়ারি ১৯ ১৬:১৭:০৩
‘সাম্প্রদায়িক হামলাকারীদের ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক হামলার প্রত্যেকটি ঘটনার বিচার হওয়া উচিত। দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিনের ব্যবস্থা নেই, তাই নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে দিকটা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য রাখতে হবে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে রবিবার দুপুরে এক পরামর্শ সভায় এ কথা বলেন তিনি। ‘মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি : আমাদের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।

ড. মিজানুর বলেন, এ সকল ঘটনা জাতীয় সংকট। তাই এর মোকাবেলা জাতীয়ভাবেই করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অবশ্য সরকারের পক্ষ থেকে এমন নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে।

ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, নির্বাচনের সময়ই এ সকল সাম্প্রদায়িক হামলার ঘটনা বেশি ঘটে থাকে। দলীয় ক্ষোভ থেকে এ ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু এর ক্ষতিপূরণ ও দায়ভার রাজনৈতিক দলগুলোরই বহন করতে হবে।

পরামর্শ সভায় বক্তব্য দেন সেলিনা হোসেন, অ্যারোমা দত্ত, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ড. সারোয়ার আলী, মেজবা কামাল, আয়শা খানম, ফারাহ কবির, রোকেয়া কবির, সিগমা হুদা, শাহিন আনাম, বিনয় কৃষ্ণ মণ্ডল, তালেহা রহমান, রঞ্জণ কর্মকার, ড. শাহ আলম, আবুল মনসুর প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর