thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম উপাচার্য রিয়ার এডমিরাল বাতেন

২০১৪ জানুয়ারি ১৯ ১৬:২৯:২৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল এ এস এম বাতেন। প্রথম রেজিস্ট্রার হিসেবে কমডোর খন্দকার তৌফিকুজ্জামান ও প্রথম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কমডোর এ এন এ রেজাউল হক।

শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে প্রথম উপাচার্য, রেজিস্ট্রার এবং কোষাধ্যক্ষ নিয়োগ প্রদান করা হয়েছে বলে বরিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপাচার্য ও কোষাধ্যক্ষকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ে সূত্রে জানা যায়, মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন 'ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স' ডিগ্রি দেওয়া হবে, যা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হচ্ছে।

নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও প্রশাসন, নৌ-প্রকৌশল ও প্রযুক্তি, ওশ্যানোগ্রাফি, আন্তর্জাতিক মেরিটাইম আইন ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা হবে এই বিশ্ববিদ্যালয়ে।

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এ মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিন একোডেমির অব্যবহৃত ৩৫ একর জায়গায় উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এডভোকেট আবুদল হামিদ গত বছরের ২৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি আইনে সম্মতি প্রদান করেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এমডি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর