thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের মিছিলে ফের বিস্ফোরণ, আহত ২৮

২০১৪ জানুয়ারি ১৯ ১৬:৩৩:৪১
থাইল্যান্ডে বিক্ষোভকারীদের মিছিলে ফের বিস্ফোরণ, আহত ২৮

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভকারীদের মিছিলে দু’টি বোমা বিস্ফোরণে স্থানীয় সাংবাদিকসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। রবিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার সরকার বিরোধীদের মিছিলে বোমা বিস্ফোরিত হলে ২৮ জন আহত হন। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গতবছরের নভেম্বর থেকে শুরু হওয়া এ আন্দোলনে আটজন নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে ইংলাক সংসদ ভেঙে দিয়ে ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

তবে বিক্ষোভকারীরা এ ঘোষণার পরও আন্দোলন অব্যাহত রেখেছে। তারা প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবি করছে। বিরোধী দল এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। সূত্র: সিএনএন

(দ্য রিপোর্ট/কেএন/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর