thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নরসিংদীর ৬ হত্যা মামলায় দ্বিধাবিভক্ত রায়

২০১৪ জানুয়ারি ১৯ ১৬:৩৫:৪৪
নরসিংদীর ৬ হত্যা মামলায় দ্বিধাবিভক্ত রায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : নরসিংদী জেলার চাঞ্চল্যকর ছয় হত্যা (সিক্স মার্ডার) মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের করা ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাই কোর্ট।

বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আবদুর রবের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শহিদুল ইসলাম নিম্নআদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ফাঁসির সাত আসামির মৃত্যুদণ্ড বাতিল করে বেকসুর খালাস দিয়েছেন।

অপরদিকে, জুনিয়র বিচারপতি আবদুর রব সাত আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খবির উদ্দিন ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন বিশ্বজিৎ দেবনাথ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আক্তারুজ্জামান, দুদ মিয়া, ফজলুল হক, মো. জাহাঙ্গীর, স্বপন মিয়া, সফিক ভুঁইয়া ও শহিদ মিয়া।

এই সাতজনকে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালত ২০০৮ সালের ১৭ মার্চ ফাঁসির আদেশ দেন। ৭ দিন পর হাই কোর্টে আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে। এবং ডেথ রেফারেন্স আসে হাই কোর্টে। আপিলের দীর্ঘ শুনানি শেষে আপিল নিষ্পত্তি করে হাই কোর্ট এ দিন এ দ্বিধাবিভক্ত রায় দেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ মে নরসিংদী জেলার দেলানগর পূর্বপাড়া যুবরাজ ভিলায় রহিস উদ্দিন ও তার স্ত্রী সালমা বেগম, ছেলে রাজিবসহ মোট ছয়জনকে জবাই করে হত্যা করা হয়। পরবর্তীতে ২০০৭ সালের ২২ মে সালমা বেগমের বড় ভাই শাহজাহান ভুইয়া বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর