thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

মওদুদসহ ৫ নেতাকে নতুন মামলায় গ্রেফতার নয়

২০১৪ জানুয়ারি ১৯ ১৬:৪০:৫৩
মওদুদসহ ৫ নেতাকে নতুন মামলায় গ্রেফতার নয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া মওদুদ আহমদসহ বিএনপির ৫ নেতাকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

একইসঙ্গে আইন মেনে কেন তাদের নতুন মামলায় গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেওয়া হবে না সে মর্মে রুল জারি করেন আদালত।

আদালত বলেন, কোনো ওয়ারেন্ট জারি করা ব্যতীত তাদের গ্রেফতার করা যাবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ছাড়া অন্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে গোয়েন্দা পুলিশের হাতে আটক হন।

অন্য নেতাদের ৮ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশ। এরা সবাই কারাগারে রয়েছেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর