thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শাম্মীর রিমান্ড-জামিন নাকচ, জেলে প্রেরণ

২০১৪ জানুয়ারি ১৯ ১৭:১১:১৭
শাম্মীর রিমান্ড-জামিন নাকচ, জেলে প্রেরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাড়ি ভাঙচুরের অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শাম্মী আক্তারকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষ রিমান্ডের আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম মো. হাসিবুল হক রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, এমদাদুল হক লাল ও জয়নাল আবেদিন মেজবা ।

উল্লেখ্য, গোয়েন্দা পুলিশের হাতে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে আটক হন শাম্মী আক্তার।

(দ্য রিপোর্ট/জেএ/এপি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর