thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না’

২০১৪ জানুয়ারি ১৯ ১৮:২০:০০
‘নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। দেশে গণতন্ত্র থাকলে বর্তমান প্রধানমন্ত্রীকে ভোট জালিয়াতির কেলেঙ্কারির দায়ভার বহন করতে হত না।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব)।

কর্নেল অলি আহমদ বলেন, তথাকথিত নির্বাচনে জনগণ ভোট দিয়েছে মাত্র ৫%। এই ভোটকে জালিয়াতি করে সরকার ৪০% দেখিয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের সাথে তামাশা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রক্ষীবাহিনীর মাধ্যমে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। বিএনপিসহ ১৮ দল জঙ্গিবাদে বিশ্বাস করে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জ্যাব) মহাসচিব এলাহি নেওয়াজ খান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এলডিপির ঢাকা মহানগর সভাপতি খালেদ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান মানিক।

(দ্য রিপোর্ট/টিএস/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর