thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ২

২০১৪ জানুয়ারি ১৯ ১৮:২৯:০৮
রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

হাজারীরবাগের ৯/এ বাসা থেকে রবিবার বিকাল সাড়ে ৫টায় দিকে ভিওআইপি সরঞ্জামসহ তাদের আটক করে র‌্যাব-২। আটক দুজন হলো- হাবিব উল্লাহ স্বপন (৩৮) এবং আব্দুল মতিন (২৭)।

চার মাস ধরে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছিল বলে আটক দুজন জানায়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, বেশ কয়েক মাস ধরে তারা ওই বাসায় অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই।

উদ্ধার করা অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে তিনি জানান।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রায়হান উদ্দিন খান।

(দ্য রিপোর্ট/এনইউডি/জেএম/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর