thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল ১৮ দল

২০১৪ জানুয়ারি ১৯ ১৮:৪৫:৫৪
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল ১৮ দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার সমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল। বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশ সমাবেশ করার অনুমতি দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে ২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল বিভাগ, জেলা ও উপজেলা সদরে গণসমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করতে সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন।

প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিকেলে মির্জা ফখরুল ঢাকা মহানগরসহ রাজধানীর আশপাশের সাংগঠনিক সাত জেলা ও মহানগর নেতাদের নিয়ে বৈঠক করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করেন তিনি। বৈঠকে ঢাকা বিভাগ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির অঙ্গ সংগঠনগুলোও সমাবেশ সফল করতে প্রস্তুতি নিয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা দ্য রিপোর্টকে বলেন, ‘সমাবেশ সফল করতে আমাদের শতভাগ প্রস্তুতি আছে। সমাবেশ সফল হবেই।’

দল ও জোটকে আরও শক্তিশালী করা, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর পরামর্শ গ্রহণ করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং কৌশলে সরকারকে মোকাবেলা করতে ঢাকার সমাবেশে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিএনপি মনে করে, সরকারের অন্যায়, অবিচার, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি দেশের মানুষ নীরব বিপ্লব ঘটিয়েছে।

এ ব্যাপারে চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমদ আযম দ্য রিপোর্টকে বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিল্পব ঘটিয়েছে। খালেদা জিয়ার ডাকে ৫ জানুয়ারি দেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘গণসমাবেশে লাখো জনতা রাস্তায় নেমে আসবে। সোহরাওয়ার্দী উদ্যান জনসমূদ্রে পরিণত হবে।’

দলীয় সূত্রে জানা যায়, বড় ধরনের শোডাউনের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করতেই এ কর্মসূচি দেওয়া হয়েছে। মহানগরীর প্রত্যেক ইউনিটকে সক্রিয়ভাবে এ কর্মসূচি সফল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দলের প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক দ্য রিপোর্টকে বলেন, ‘ঢাকা মহানগরীতে নেতাকর্মীরা আসতে উজ্জীবিত হচ্ছে। তবে একটু সময় লাগবে। গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি সমাবেশে ঢাকা মহানগরী অগ্রণী ভূমিকা পালন করবে।’

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এইচএসএম/এসকে/এনআই/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর