thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

জাতীয় পিঠা উৎসব ফেব্রুয়ারিতে

২০১৪ জানুয়ারি ১৯ ১৯:০৯:৫৯
জাতীয় পিঠা উৎসব ফেব্রুয়ারিতে

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও জাতীয় পিঠা উৎসবকে কেন্দ্র চলছে প্রস্তুতি। জাতীয় পিঠা উৎসব ২০১৪ সফল করার লক্ষ্যে রবিবার উৎসবের সকল উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৬,৭ ও ৮ ফেব্রুয়ারি রমনা পার্কে উৎসবের আয়োজন করা হবে।

এ উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৩২টি স্টল আসবে। এতে নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও বাঙালী ঐতিহ্য ধারণ করে এমন সাজ-সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে জাতীয় পিঠা উৎসব আয়োজক কমিটি ২০১৪।

উৎসবে বরেণ্য শিল্পী, কবি, অভিনেতা, আবৃত্তিকার ও নৃত্যশিল্পীরা দেশীয় সংস্কৃতিনির্ভর পরিবেশনায় অংশগ্রহণ করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন বুলবুল মহলানবীশ, মোশাররফ হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/এনআই/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর