thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

১৭ ফেব্রুয়ারি হা-ওয়েলের আইপিও শুরু

২০১৪ জানুয়ারি ১৯ ১৯:৩১:৪২
১৭ ফেব্রুয়ারি হা-ওয়েলের আইপিও শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের লক্ষ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি আবেদন জমা নেওয়া শুরু করবে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড। স্থানীয় বিনিয়োগকারীদের জন্য আবেদন করার শেষ সময় আগামী ২৩ ফেব্রুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রবাসী বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে আগামী ৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

হা-ওয়েল টেক্সটাইলস ১০ টাকা মূল্যমানের ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি মেশিন ক্রয়, জমি ক্রয় ও ভূমি উন্নয়ন, কারখানার নতুন ভবন নির্মাণ, বর্তমান মেশিন পরিবর্তন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে। এ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টিতে।

২০১৩ সালের ৩০ জুন শেষে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ২৮.৭৮ টাকা।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৪তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/এনআই/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর