thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পল্টনে ২০ লাখ টাকা ছিনতাই, আটক ১

২০১৪ জানুয়ারি ১৯ ১৯:৫৩:৩৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় একজন ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত জনতা একজন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। ছিনতাইয়ের কবলে পড়া ওই ব্যবসায়ী ফারজানা ট্রেডার্সের মালিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন এলাকার আজাদ ট্রেডার্সের সামনের গলিতে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী সোলায়মান আলী জানান, এ সময় গুলির ঘটনাও ঘটেছে। তবে কেউ আহত হয়েছে কী না তিনি জানাতে পারেনি।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় সুব্রত রায় নামে একজনকে জনতা গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামান বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখনো বিষয়টি অস্পষ্ট। এ ঘটনায় আটক একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। কার টাকা, কত টাকা এসব বিষয় এখনো কিছু জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এএইচএ/এপি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর