thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘গণতন্ত্রের সংগ্রামে শহীদ আসাদ প্রেরণার উৎস’

২০১৪ জানুয়ারি ১৯ ২০:০৩:৪৬
‘গণতন্ত্রের সংগ্রামে শহীদ আসাদ প্রেরণার উৎস’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের সংগ্রামে শহীদ আসাদ প্রেরণার উৎস| স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক চিরস্মরণীয় নাম।

শহীদ আসাদ দিবস উপলক্ষে রবিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া বলেছেন, আইয়ুবী সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীরসেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার আত্মত্যাগ ওই সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করেছিল। অর্জিত হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার।

খালেদা জিয়া বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন শহীদ আসাদুজ্জামান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা যদি এ দেশের মানুষের মৌলিক ও মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে পারি, তা হলেই তার প্রতি দেখানো হবে যথাযথ সম্মান।

এদিকে, শহীদ আসাদ দিবস উপলক্ষে দেওয়া অপর এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আসাদ জীবন দিয়ে গেছেন, তার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করা আমাদের অবশ্য কর্তব্য।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসবি/ এনআই/ জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর