thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

২০১৪ জানুয়ারি ১৯ ২০:০৭:৫২
বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ হিসাব পুনঃতফসিলিকরণের মাধ্যমে বিরূপ শ্রেণীবিন্যাসিত করার পর্যায়ে স্থগিত সুদ হিসাবে রক্ষিত ও আরোপিত অনাদায়ী সুদ আয় খাতে হিসাবায়ন না করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি কোনো কোনো ব্যাংকের শাখায় বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ হিসাব পুনঃতফসিলিকরণের পর্যায়ে স্থগিত সুদ হিসাবে রক্ষিত এবং আরোপিত অনাদায়ী সুদ আয় খাতে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যা বিআরপিডি সার্কুলার নং ১৪ ও ১৫, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১২ এ বর্ণিত নির্দেশনার লংঘন ।

এ বিষয়ে উক্ত সার্কুলারদ্বয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক পুনরায় স্মরণ করানো যাচ্ছে যে, বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ হিসাব পুনঃতফসিলিকরণের মাধ্যমে বিশ্রেণীবিন্যাসিত করার পর্যায়ে স্থগিত সুদ হিসাবে রক্ষিত ও আরোপিত অনাদায়ী সুদ আয় খাতে হিসাবায়ন করা যাবে না। এক্ষেত্রে, সুদের প্রকৃত আদায়কৃত অংশই কেবল আয় খাতে হিসাবায়ন করা যাবে।

ব্যাংকের সব শাখায় এ নির্দেশনার যথাযথ পরিপালন নিশ্চিতকরণের জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এএইচ/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর