thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘কাদের সিদ্দিকীর মতো বীরের হাতে চুড়ি মানায় না’

২০১৪ জানুয়ারি ১৯ ২০:২৭:১৫
‘কাদের সিদ্দিকীর মতো বীরের হাতে চুড়ি মানায় না’

টাঙ্গাইল সংবাদদাতা : ডাক, তার ও তথ্য যোগাযোগ মন্ত্রী আবদুল লফিত সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে শেখ হাসিনার সরকারের পতন হবে। আর সরকারের পতন না হলে তিনি (কাদের সিদ্দিকী) হাতে চুড়ি পড়বেন। না ভাই, বীরের হাতে চুড়ি মানায় না।’

জেলার কালিহাতী উপজেলার বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী ও শেখ হাসিনার বিরুদ্ধে যত পার কথা বল, কিন্তু যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলতে পারবে না। ’৭১ ও ৭৫-এর কাদের সিদ্দিকী আর ২০১৪ সালের কাদের সিদ্দিকী এক নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া নাকি ট্রেন ফেল করেছেন। আসলে তিনি তো বাংলাদেশের ট্রেনের টিকিটই কাটেননি। তিনি চড়তে চান পাকিস্তানের ট্রেনে। এ দেশে পাকিস্তানের ট্রেন নাই। আর তাই রাগ-গোসসা করে তিনি মানুষ হত্যায় মেতে উঠেছেন।’

বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাখারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি লায়লা সিদ্দিকী।

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডু, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, ভাইস চেয়ারম্যান আনোয়ার মোল্লা ও পৌর মেয়র আনছার আলী বি.কম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এআর/এসকে/এনআই/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর