thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সাবেকের কাছে পরাজিত হলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল

২০১৪ জানুয়ারি ১৯ ২১:৪১:৪৩
সাবেকের কাছে পরাজিত হলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর নিকট আদালতে মামলা পরিচালনায় পরাজিত হলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রবিবার মওদুদ আহমদসহ বিএনপির পাঁচ নেতাকে যথাযথ আইনি প্রক্রিয়া ব্যাতীত নতুন কোন মামলায় গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন হাই কোর্ট। একইসঙ্গে বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হত্যা মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাই কোর্ট বিভাগের একটি বেঞ্চ।

এ দুই মামলায় আসামিপক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোহাম্মদ আলী।

অপরদিকে রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ দুই মামলাতেই আসামিপক্ষের আবেদন গ্রহণ করেছেন আদালত। যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল কর্তৃক দাখিলকৃত আবেদন গ্রহণযোগ্য হয়নি। এ মামলা দুটিতে আদেশের ফলে সাবেক অ্যাটর্নি জেনারেলের কাছে বর্তমান অ্যাটর্নি জেনারেল পরাজিত হয়েছেন বলে মনে করেছেন অনেকেই।

বর্তমান সময়ে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে হাই কোর্টে আসা বেশিরভাগ মামলারই শুনানি করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মো. আলী। হাই কোর্টে শুনানি হওয়া বেশিরভাগ মামলাতে আপাতপক্ষে জয়ী হয়েছেন সাবেক এ অ্যাটর্নি জেনারেল।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর