thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

“রিভার অব দ্যা ওয়ার্ল্ড” চিত্রকর্ম প্রদর্শনী

আগুনময় নৃত্য দিয়ে শেষ হল চিত্রকর্ম প্রদর্শনী

২০১৪ জানুয়ারি ১৯ ২২:১২:৪০
আগুনময় নৃত্য দিয়ে শেষ হল চিত্রকর্ম প্রদর্শনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : নাওর ফায়ার স্পিনার নৃত্য দলের আগুনময় নৃত্যের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ক্ষুদে শিক্ষার্থীদের নিজ দেশের একটি নদীকে কেন্দ্র করে আঁকা শিল্পকর্ম নিয়ে দ্বিতীয় পর্যায়ে আয়োজিত “রিভার অব দ্যা ওয়ার্ল্ড” প্রদর্শনী। রবিবার রাত পৌনে ৯টায় চার দিনব্যাপী এ প্রদর্শনী সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

ধানমণ্ডির রবীন্দ্র সরোবর ও ঢাকা আর্ট সেন্টারে এ প্রদর্শনী আয়োজন করে দ্য হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

সবার জন্য উন্মূক্ত এ প্রদর্শনীতে শিশুদের আঁকা ৪০টি ছবি স্থান পায়। চিত্রকর্ম প্রদর্শনী ছাড়াও চারদিনব্যাপী রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে চলেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিভিন্ন শিল্পীদের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাত সাড়ে ৮টায় নাওর ফায়ার স্পিনার নৃত্য দলের সদস্যরা সঙ্গীতের তালে তালে পরিবেশন করে চমকপ্রদ ‘ফায়ার ড্যান্স’। মনোমুগ্ধকর এই পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় “রিভার অব দ্যা ওয়ার্ল্ড” চিত্রকর্ম প্রদর্শনী।

২০১৫ সালের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ১৫০টি বিদ্যালয়কে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে জানিয়ে পার্টনারশিপ অ্যান্ড প্রোগামস অফ ব্রিটিশ কাউন্সিলের পরিচালক মি. রবিন ডেবিস দ্য রিপোর্টকে বলেন, ‘এ কার্যক্রমের মাধ্যমে দুটি দেশের শিক্ষার্থীরা একে অপরকে জানার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এ সুযোগ পাবে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। আমরা দুটি দেশের শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চাই। যার অংশ হিসেবে “রিভার অব দ্যা ওয়ার্ল্ড” চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসআর/কেএম/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর