thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

উপাচার্যের পদত্যাগের ঘোষণা

তবুও সংকট কাটছে না জাবির!

২০১৪ জানুয়ারি ১৯ ২২:১৬:৪৯
তবুও সংকট কাটছে না জাবির!

জাবি প্রতিনিধি : উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের ঘোষণার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংকট কাটছে না। উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ রয়েছে।তালাবদ্ধ থাকায় প্রশাসনিক ভবনে প্রবেশ করতে না পেরে ফিরে যেতে হচ্ছে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের।ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে চরম স্থবিরতা বিরাজ করছে।

টানা ৪দিন শীতকালীন প্রশাসনিক ছুটি শেষে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনকারী শিক্ষকদের অবরোধের কারণে তা বন্ধ রয়েছে।

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। একই দাবিতে ২০১৩ সালের ২০ নভেম্বর থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষকরা। আন্দোলনের মুখে ১৩ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন তাঁর পদত্যাগপত্র জমা দিলেও আন্দোলন অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষকরা।

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের সদস্য সচিব কামরুল আহসান দ্য রিপোর্টকে বলেন, উপাচার্য পদত্যাগের বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারিনি, তাই আমরা আন্দোলন থেকে সরে আসিনি। তবে উপাচার্যের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসা মাত্রই চলমান আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এপি/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর