thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চীনে ৮ লাখ ভুয়া আইডি শনাক্ত

২০১৪ জানুয়ারি ২০ ০৭:০৭:১৭
চীনে ৮ লাখ ভুয়া আইডি শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক : চীনের পুলিশ তাদের ডাটাবেজে ৭ লাখ ৯০ হাজার ভুয়া আইডি শনাক্ত করেছে বলে জানিয়েছে। ভুয়া আইডিগুলো অবৈধ সুবিধা নেওয়া, সম্পদ লুকানোসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় রবিবার জানায়।

ছবির মিল খুঁজে বের করার পদ্ধতি (ইমেজ ম্যাচিং টেকনোলজি) ব্যবহার করার পর একই ব্যক্তির একাধিক নামে রেজিস্টার করা এ সব আইডি শনাক্ত করা গেছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।

আইডিগুলো শনাক্ত করে বাতিল করা হয়েছে এবং এ অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ অপরাধের সঙ্গে জড়িত পুলিশ অফিসারদেরও চাকরিচ্যুত করা হবে।

চীনের প্রত্যেক নাগরিককে পুলিশের রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করতে হয়।

গত বছর দেশটির একটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের একাধিক ভুয়া শনাক্ত করে দেশটির পুলিশ এবং এ অভিযোগে তাকে তিন বছরের জেল দেয় আদালত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর