thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিদ্ধান্ত নিতে আরও সময় চাইলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

২০১৪ জানুয়ারি ২০ ০৮:১৫:৪০
সিদ্ধান্ত নিতে আরও সময় চাইলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক : ফার্স্ট লেডি ভেলেরি ত্রিয়াবেলার সঙ্গে সম্পর্ক শেষ করবেন কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ আরও সময় চেয়েছেন বলে জানিয়েছে দেশটির একটি ম্যাগাজিন প্যারিস ম্যাচ।

প্রেসিডেন্ট ওঁলাদের সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের গোপন সম্পর্ক ফাঁস হওয়ার পর আট দিন হাসপাতালে ভর্তি ছিলেন ফার্স্ট লেডি। ভেলেরি ত্রিয়াবেলাকে দেখতে বৃহস্পতিবার রাতে আধঘণ্টার জন্য হাসপাতালে যান ওঁলাদ। সে সময় এ কথা বলেন বলে ম্যাগাজিনটি জানায়।

চিকিৎসা শেষে শনিবার হাসপাতাল ত্যাগ করেন ভেলেরি ত্রিয়াবেলা। হাসপাতাল ত্যাগের পর ৩৯ বছর বয়সী ত্রিয়াবেলা এক টুইটার বার্তায় তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর