thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৩

২০১৪ জানুয়ারি ২০ ১০:১১:৪৫ ২০১৪ জানুয়ারি ২০ ২১:২০:০০
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ছয়জন সেনাসদস্যও রয়েছে।

সোমবার রাওয়ালপিন্ডির আরএ বাজারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণস্থল থেকে কিছুটা দূরে পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত।

বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

নিরাপত্তারক্ষীরা বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে। তারা সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে।

বান্নু জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে বোমা হামলায় ২০ সেনা নিহত ও ৩০ সেনা আহত হওয়ার একদিন পর এ বিস্ফোরণের ঘটনা ঘটল। বার্তা সংস্থা সিএনএনের কাছে রবিবার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র সালাউদ্দিন শহীদ ওই হামলার দায় স্বীকার করেছেন। এমনকি নিরাপত্তা বাহিনীর ওপর তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। (সূত্র : ডন নিউজ)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/এসকে/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর