thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ছেলেবেলায় গাঁজাও সেবন করেছেন ওবামা!

২০১৪ জানুয়ারি ২০ ১১:০৭:২৬
ছেলেবেলায় গাঁজাও সেবন করেছেন ওবামা!

দ্য রিপোর্ট ডেস্ক : গাঁজা সেবন করা যে খারাপ নেশা তা সবাই জানে। তবে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও কিন্তু ছেলেবেলায় গাঁজা সেবন করেছেন। স্বয়ং ওবামাই স্বীকার করেছেন সে কথা।

‘দ্য নিউ ইয়র্কার’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা এ কথা জানান।

তিনি বলেন, ‘ছোটবেলায় আামিও গাঁজা সেবন করেছি। আমার মনে হয় গাঁজা সেবন একটা খারাপ অভ্যাস। এটা একটা চারিত্রিক ত্রুটিও বটে।’

তাই নিজের মেয়েদের গাঁজা সেবন থেকে দূরে থাকতে বলেছেন ওবামা। তিনি বলেন, ‘আমি আমার মেয়েদের বলেছি গাঁজা সেবন সময়ের অপচয় ও অস্বাস্থ্যকর।

তবে গাঁজা সেবনকে অ্যালকোহলের চেয়ে কম বিপজ্জনক মনে করেন ওবামা। তিনি মনে করেন গাঁজা অ্যালকোহলের চেয়ে কম খারাপ প্রভাব ফেলে।

ওবামা প্রশাসন সম্প্রতি ওয়াশিংটন ও কলারাডো রাজ্যে প্রকাশে গাঁজা বিক্রি বৈধ করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে গাঁজা সেবনও বৈধ। (সূত্র : এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর