thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

প্রধানমন্ত্রী সাতক্ষীরায়

২০১৪ জানুয়ারি ২০ ১৩:৫৫:৩০
প্রধানমন্ত্রী সাতক্ষীরায়

সাতক্ষীরা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছেন। দুপুর দেড়টায় তিনি হেলিকপ্টারযোগে সাতক্ষীরায় এসে পৌঁছান। দুপুর আড়াইটা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে সন্ত্রাসীদের হাতে নিহত ও অহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে তিনি সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে আশাশুনিতে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কপোতাক্ষ নদ পুনঃখনন ও তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএমসহ সাতটি কাজের উদ্বোধন ও পৌরসভার পানি শোধনাগার, সাতক্ষীরা মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পসহ চারটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত

জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সাতক্ষীরা সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সরকারি হাইস্কুল মাঠে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা স্থলের চারদিকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর