thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘জুনে মূল পদ্মা সেতুর কাজ শুরু হবে’

২০১৪ জানুয়ারি ২০ ১১:৪৬:১২
‘জুনে মূল পদ্মা সেতুর কাজ শুরু হবে’

মুন্সীগঞ্জ সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুন মাসে মূল পদ্মা সেতুর নির্মাণ ও দুই পাড়ের নদীশাসন কাজ শুরু করা হবে।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর কাজ পরিদর্শনে এসে সোমবার সকালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নদীশাসনের ১৩ কিলোমিটার কাজের মধ্যে মাওয়াপ্রান্তে দেড় কিলোমিটার ও কাওড়াকান্দি-মাদারীপুরপাড়ে ১২ কিলোমিটার কাজ হবে। মূল সেতুর জন্য ১০ হাজার কোটি টাকা ও নদীশাসনের জন্য ৭ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সেতুর অ্যাপ্রোচ সড়কের ১৬০০ কোটি টাকার কাজ চালমান রয়েছে। এর মধ্যে জাজিরা পয়েন্টে ১১০০ কোটি টাকার কাজ চলছে। এ কাজে তিনটি বিদেশি কোম্পানি নিযুক্ত রয়েছে। তারা হলো- চায়না মেজর ব্রিজ, স্যামসং ও ডেইলি।

এ সময় তার সঙ্গে ছিলেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, ঢাকা জোনের সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন খান, ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ার, কর্নেল জুবায়ের সালেহীন, মুন্সীগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী নূর হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর