thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

তেহেরিক-ই-তালেবান অব পাকিস্তানের ৩ সদস্য গ্রেফতার

২০১৪ জানুয়ারি ২০ ১২:০৮:০২
তেহেরিক-ই-তালেবান অব পাকিস্তানের ৩ সদস্য গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : নাশকতার উদ্দ্যেশে বিশেষ নির্দেশনা নিয়ে বাংলাদেশে আসা তেহরিক ই তালেবানের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সাড়ে ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিং এ ডিএমপির মুখপাত্র ও যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম এ তথ্য জানান।

বিফ্রিং এ জানানো হয়, রবিবার রাত আড়াইটায় বোমা ডিসপোজাল ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহর নেতেৃত্বে একটি টিম রাজধানীর শিল্পকলা একাডেমী গেট থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন মেহমুদ, ওসমান এবং ফখরুল হাসান। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা (মেন্যুয়াল) সমরাস্ত্রের প্রশিক্ষণ সম্পর্কিত তথ্যাদিসমৃদ্ধ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, বারো ধরনের বোমা বানাতে সক্ষম। নিম্নমানের রাসায়নিক দ্রব্য দিয়ে তারা শক্তিশালী বোমা বানানোসহ আধুনিক অস্ত্র চালাতে পারে। পাকিস্তানের ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় তেহরীক ই তালেবান অব পাকিস্তানের কাছ থেকে বোমা তৈরি, বোমা হামলা, যুদ্ধের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ নেন তারা। সংগঠনটির একজন তরুণ নেতা তাদের এ বিষয়ে উদ্বুদ্ধ করে। এরপর তারা তেহরীক ই আজাদী আরাকান নামক সংগঠনের ব্যানারে যুদ্ধ করার প্রস্তুতি নেয়।

মনিরুল ইসলাম জানান, মেহমুদ ও ওসমান এক বছর আগে বাংলাদেশে আসে। এর কয়েকদিন পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। দেড় মাস আগে তারা জামিনে মুক্ত হয়ে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ফখরুল বিশেষ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসে তাদের নতুনভাবে উদ্বুদ্ধ করে জিহাদের জন্য প্রস্তুতি নিতে বলে। এরপর তারা সংসদ নির্বাচনের আগে নাশকতার পরিকল্পনা করে। কিন্তু এতে ব্যর্থ হয়ে তারা আরাকানে গিয়ে তথাকথিত জিহাদের নামে আরাকানীদের সহায়তার প্রস্তুতি নেয়।

তারা কাদের সহায়তায় এখানে অবস্থান করছে এবং মদদ দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, মেহমুদ ও ওসমানের কাছ থেকে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তবে ফখরুলের কাছ থেকে একটি মেয়াদোত্তীর্ণ একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। তারা সবাই পাকিস্তানি নাগরিক। বিভিন্ন সময় সপরিবারে পাকিস্তানে তারা পাড়ি জমায়। পাকিস্তানী নাগরিকত্ব গ্রহণ করে এখন তারা পাকিস্তানেই স্থায়ীভাবে বসবাস করছে।

তারা কি কারণে বাংলাদেশে নাশকতা করতে চায় এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম জানান, আদর্শিক এবং আর্থিক কারণে তারা এ কাজে জড়িত থাকতে পারে।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং বিদেশি নাগরিক হওয়ায় পাসপোর্ট না থাকার কারণে আলাদা দুটি মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমসি/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর