thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সুচিত্রা সেন চলচ্চিত্র প্রদর্শনী এক সপ্তাহ বাড়ল

২০১৪ জানুয়ারি ২০ ১২:৪০:৪১
সুচিত্রা সেন চলচ্চিত্র প্রদর্শনী এক সপ্তাহ বাড়ল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সোমবার সকালে একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্য রিপোর্টকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি শুরু হওয়া ১০ দিনব্যাপী এ প্রদর্শনী ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। দর্শকদের ব্যাপক উৎসাহ ও সাড়া অনুভব করে এই উৎসবটি আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।

বর্ধিত সময়ের ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় পরিবেশিত হবে ‘সাত পাকে বাঁধা’, মঙ্গলবার ‘হার মানা হার’, বুধবার ‘দত্তা’, বৃহস্পতিবার ‘চাওয়া পাওয়া’, শুক্রবার ‘উত্তর ফাল্গুনী’ এবং শেষ দিন শনিবার ‘দেবদাস’ (হিন্দি)।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর