thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

‘গণসমাবেশের অনুমোদন দেওয়াই সরকারের সমঝোতার ইঙ্গিত’

২০১৪ জানুয়ারি ২০ ১২:৫২:১৮
‘গণসমাবেশের অনুমোদন দেওয়াই সরকারের সমঝোতার ইঙ্গিত’

মাদারীপুর সংবাদদাতা : ‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশের অনুমোদনই সরকারের সঙ্গে বিরোধী দলের সমঝোতার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ‘অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা সরকার করে যাচ্ছে। যে কারণে আজকে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করছে তাতে সরকার সহযোগিতা করছে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দিচ্ছে না। এটাই সমঝোতার পথকে ইঙ্গিত করে। খুব শিগগিরই সব স্বাভাবিক হয়ে যাবে।’

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণাধীন এপ্রোচ সড়ক কাজের অগ্রগতি দেখতে এসে মন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংকের প্রি-কোয়ালিফাই তিনটি কোম্পানি টেন্ডারের ডকুমেন্ট নিয়েছিল এবং ওই তিন কোম্পানিই টেন্ডার জমা দিয়েছে।

মন্ত্রী এ সময় বিএনপিকে সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।

এ সময় পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/এমডি/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর