thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন বিচারপতিরা

২০১৪ জানুয়ারি ২০ ১২:৫৯:১০
৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন বিচারপতিরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এ জন্য বিচারপতিদের সম্মানী ও সুযোগ-সুবিধা সংক্রান্ত আইনের সংশোধনী আনা হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

‘সুপ্রিম কোর্ট জাজেস (রি্মিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে এ ভাতা পাবেন। এ জন্য ‘সুপ্রিম কোর্ট জাজেস (রি্মিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট’ সংশোধন করার প্রয়োজন দেখা দিয়েছে। খসড়া আইনটি আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে এ আইনটি ২০১০ সালে সংশো্ধন করা হয়েছিলো।

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপিল বিভাগের ও হাইকোর্ট বিভাগের বিচারকরা ও অতিরিক্ত বিচারকরা এ সুবিধা পাবেন।

কি কারণে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিশেষ ভাতা দেওয়া হচ্ছে- জা্নতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে আইনের খসড়ায় কিছু বলা নেই। তবে মন্ত্রিসভা মনে করে বিচারপতিদের এ ভাতা দেওয়া যুক্তযুক্ত।’

সুপ্রিম কোর্টে বিচারপতিদের বেতন-ভাতা যথেষ্ট নয় বলে এর আগে হাইকোর্টে রিট হয়েছিলো। বেতন-ভাতা বাড়তে ‘সংসদীয় স্থায়ী কমিটি’র সুপারিশও ছিলো। মনে করা হচ্ছে, সর্বশেষ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ঘোষণার প্রেক্ষিতে বিচারপতিদের জন্য এ ভাতা দেওয়া হলো।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর