thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

‘রাজনীতিও মানুষের জন্য, গানও মানুষের জন্য’

২০১৪ জানুয়ারি ২০ ১৩:০৭:০৩
‘রাজনীতিও মানুষের জন্য, গানও মানুষের জন্য’

ইসহাক ফারুকী, দ্য রিপোর্ট : কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজকে পাওয়া গেল রবিবার রাত ৮টা ৪০ মিনিটে। হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গেট টুগেদার উপলক্ষে তেজগাঁওয়ে আয়োজিত কনসার্টের মূল আকর্ষণ ছিলেন মমতাজ। অনুষ্ঠানের ফাঁকে দ্য রিপোর্টের সঙ্গে আলাপকালে জানালেন তার বর্তমান অবস্থার কথা।

দ্য রিপোর্ট : হক-এর আয়োজনে কেন?

মমতাজ : শ্রমিকদের সঙ্গে মালিকের সম্পর্ক বাড়াতেই এ আয়োজন। এর সঙ্গে একাত্ম হতে পেরে খুব ভালো লাগছে। গান-বাজনা ছাড়াও হকের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে। তাই এই আয়োজন শুধু না, শ্রমিকদের জন্য আয়োজিত যে কোনো আয়োজনে আমি হকের সঙ্গে থাকি।

দ্য রিপোর্ট : নতুন কোনো অ্যালবামের কাজে হাত দিচ্ছেন?

মমতাজ : নতুন কোনো অ্যালবাম করার পরিকল্পনা আপাতত নেই। তবে ভাবছি।

দ্য রিপোর্ট : তাহলে স্টেজ শো?

মমতাজ : দক্ষিণ আফ্রিকায় শোয়ের কথা চলছে। তবে বেশি শো করা হচ্ছে দেশে। সামনে নেত্রকোনা, জামালপুর, ধামরাইয়ে শো হবে।

দ্য রিপোর্ট : নির্বাচনের পর রাজধানীর বাইরে শো করতে কোনো সমস্যা হচ্ছে কি?

মমতাজ : নির্বাচনের আগে নিরাপত্তার জন্য অনেক শো হয়নি। এখন হাওয়া বদলেছে। শীতে কিন্তু শো বেশি হয়। রাজনৈতিক অস্থিরতার জন্য শো করতে পারেনি অনেকে। বর্তমানে সবকিছু ঠিক হচ্ছে। এই তো এখন শো করছি। আমার মতো অনেকেই শো করছে। তেমন কোনো সমস্যা হচ্ছে না। সময়ের পরিপেক্ষিতে সব পরিবর্তিত হচ্ছে।

দ্য রিপোর্ট : সাধারণ মানুষের মনে আপনার গান দ্রুত পৌঁছে, কীভাবে?

মমতাজ : আমি শেকড়ের গান গাইতে পছন্দ করি। তাই বাউল, লোকসঙ্গীত গানই আমার সবচেয়ে প্রিয়।

দ্য রিপোর্ট : রাজনীতি ও সঙ্গীত-সমন্বয় করছেন কীভাবে?

মমতাজ : আমার এলাকা তো বেশি দূরে না, কাছেই। তাই সমস্যা হয় না। রাজনৈতিক কোনো মিটিং থাকলে সকালে সেরে নিয়ে বিকেলে শো করি। আবার সারাদিন মিটিং থাকলে ওইভাবেই ম্যানেজ করি। গানও গাই, মানুষকে সময়ও দেই। সবচেয়ে বড় কথা, রাজনীতিও মানুষের জন্য, গানও মানুষের জন্য।

(দ্য রিপোর্ট/আইএফ/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর