thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

যশোরে বিএনপির গণসমাবেশ

২০১৪ জানুয়ারি ২০ ১৩:৩৮:৪১
যশোরে বিএনপির গণসমাবেশ

যশোর সংবাদদাতা : ৫ জানুয়ারির একদলীয় নির্বাচন বাতিল, সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে যশোরে গণসমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের লালদীঘির পাড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের পত্নী ও জেলা বিএনপি নেত্রী অধ্যাপক নার্গিস বেগম।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম প্রমুখ।

সমাবেশ থেকে ৫ জানুয়ারির নির্বাচন বাতিল ও সারাদেশে আটক বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নেতারা।

(দ্য রিপোর্ট/জেএম/এএস/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর