thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

এরশাদ সাক্ষাৎকার না নেওয়ায় ক্ষোভ নারী প্রার্থীদের

২০১৪ জানুয়ারি ২০ ১৪:৩৯:৪১
এরশাদ সাক্ষাৎকার না নেওয়ায় ক্ষোভ নারী প্রার্থীদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাক্ষাৎকার নেওয়ার কথা থাকলেও জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থীদের সঙ্গে কথা না বলেই তাদের বিদায় জানালেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারী নেত্রীরা।

সোমবার সকাল ১০টা থেকে জাপার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র গ্রহণকারীদের এরশাদের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল।

জাপার মহিলা নেত্রীরা জানান, আমাদের সকাল ১০টার মধ্যে বনানী কার্যালয়ে আসতে বলা হয়েছিল। এরশাদ সাহেব ১১টার দিকে এলেও তিনি আমাদের সঙ্গে কথা বলেননি। আমাদের কনফারেন্স রুমে বসিয়ে রেখে উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় মহিলা পার্টির সিনিয়র সহ-সভাপতি রিতু নূর বলেন, ‘আমাদের এমপি করা হবে না এ জন্য আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়নি। আমরা আশঙ্কা করছি অন্য কোনোভাবে বা অন্য কিছুর বিনিময়ে সু-সময়ের পাখিদের এমপি করা হচ্ছে। এবার যদি তা করা হয় তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

রিতু নূরসহ একাধিক নারী নেত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমরা মাঠে কাজ করি। আমরা তো আর এত সুন্দর নই। টাকাও নেই। এখানে অনেকে এসেছেন তাদের আমরা জীবনেও দেখিনি। মাঠে কাজ করলে এত সাজার সময় থাকে না।’

এ বিষয়ে সাংবাদিকদের দুপুর ১২টার দিকে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘একটি বড় পার্টিতে মনোনয়নের সিদ্ধান্ত নিতে গেলে অনেক কথাই আসে। এটাই স্বাভাবিক। ৯৬ জন প্রার্থীকেই তো আর এমপি করা যাবে না।’

তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সংসদীয় দলের নেতা রওশন এরশাদের সঙ্গে সমন্বয় করে দুই-এক দিনের মধ্যেই নির্বাচন কমিশনে প্রার্থীদের নামের তালিকা পাঠানো হবে।’

প্রার্থীদের টাকার বিনিময়ে এমপি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘অনেক কথাই আসবে। তবে তা সঠিক নয়। এবার বিশ্বস্ত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হবে।’

এরশাদ ও রওশন এরশাদের মধ্যে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের বিষয়ে জাপার মহাসচিব বলেন, ‘এটা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ।’

জাপা মহাসচিবের সংবাদ সম্মেলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে এরশাদ বনানীর কার্যালয় ত্যাগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

প্রসঙ্গত, শুক্রবার থেকে জাপার সংরিক্ষত আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। রবিবার পর্যন্ত ৭টি আসনের বিপরীতে ৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার প্রার্থীদের সাক্ষাতকারের তারিখ ছিল।

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর