thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ২০ ১৫:০৫:৩১
রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রুহুল আমিনের বাবার নাম আশরাফ আলী। তার গ্রামের বাড়ি জামালপুর সদর শেওড়াতলী গ্রামে।

নিহতের ভাই আলামিন জানান, রবিবার রাত সাড়ে ৮টায় খিলক্ষেত থানাধীন লোটাস কামাল ভবনের সামনের রাস্তা পার হচ্ছিল তার ভাই। এমন সময় প্রাইভেট গাড়ির ধাক্কায় রুহুল আমিন গুরুতর আহত হন। আহত অবস্থায় তার বন্ধু সোহেল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় ১০৩নং ওয়ার্ডে সোমবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

আলামিন আরও জানান, রুহুল আমিন খিলক্ষেত এলাকায় গার্মেন্টসের সাব-কন্টাক্টার হিসেবে কাজ করতেন। গার্মেন্টস থেকে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক, রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/ এমডি/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর