thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

২০১৪ জানুয়ারি ২০ ১৫:১৫:৫৮
সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানার মা ও শিশু হাসপাতালের সামনে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হলে পথচারী মনির হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে নিয়ে আসে। দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধার নাম সুফিয়া বেগম (৬৫)। তার স্বামীর নাম আমিন খান। কদমতলী মাতু্য়াইল মেডিকেল রোডে তার বাসা। দেশের বাড়ি ঢাকা দোহার।

তার স্বামী আমিন খান জানায়, সে দুপুরে বাসা থেকে বের হয়ে আত্মীয়র বাসায় যাচ্ছিল।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘সিএনজি চালিত অটোরিক্সাটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর