thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

অবশেষে প্রকাশ্যে সালাম-আলাল-সোহেল

২০১৪ জানুয়ারি ২০ ১৫:২১:০৬
অবশেষে প্রকাশ্যে সালাম-আলাল-সোহেল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চলমান আন্দোলনে রাজপথে না থাকলেও গণসমাবেশে যোগ দিয়েছেন ‘আত্মগোপনে’ থাকা বিএনপি নেতারা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশ মঞ্চের পাশে প্রকাশ্যে এলেন তারা। কর্মীদের অভিযোগ বিভিন্ন সময় সমাবেশে গরম বক্তব্য দিলেও রাজপথের আন্দোলনে এ সব নেতাদের দেখা যায়নি।

দীর্ঘ প্রায় দুই মাস পর সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হঠাৎ করেই দেখা যায় আত্মগোপেনে থাকা নেতাদের । সমাবেশে এসেছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। দল যখনই বেকায়দায়, তিনি তখন লাপাত্তা। তবে ডিএমপি থেকে কর্মসূচির অনুমতি দিলেই, তিনি আসেন প্রকাশ্যে। এসেছেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলসহ আরও অনেকেই।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৩০ নভেম্বর বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদকে কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগ থেকেই আবদুস সালাম উধাও ছিলেন। নিজের মুঠোফোনগুলোও বন্ধ করে রাখেন তিনি। যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন নেতাকর্মীদের। এমনকি গণমাধ্যমকর্মীরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

(দ্য রির্পোট/এমএই্চ/এইচএসএম/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর