thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে ১০২ ককটেল উদ্ধার

২০১৪ জানুয়ারি ২০ ১৫:২৯:৪৪
চাঁপাইনবাবগঞ্জে ১০২ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরী মোড় সংলগ্ন একটি আমবাগান থেকে ১০২টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। সোমবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের দাবি, সাম্প্রতিক সময়ে সংখ্যার দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বড় ককটেল উদ্ধারের ঘটনা এটি।

র‌্যাব কর্মকর্তা মেজর সাইফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে চৌধুরী মোড় সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায় তারা। এ সময় বাগানের একটি কবর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, রাজনৈতিক সহিংসতায় ব্যবহারের জন্যই এগুলো মজুদ করা হচ্ছিল।

(দ্য রিপোর্ট/এআর/এএস/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর