thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতি

যমুনা ব্যাংকের ডিএমডি মোজাম্মেল গ্রেফতার

২০১৪ জানুয়ারি ২০ ১৫:৩৩:৫০
যমুনা ব্যাংকের ডিএমডি মোজাম্মেল গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় যমুনা ব্যাংকের ডিএমডি (বহিষ্কৃত) ওপ্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচা থেকে সোমবার বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গ্রেফতারের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

কমিশনের সহকারী পরিচালক মাহবুবুর রহমান দ্য রিপোর্টকে জানান, ২০১২ সালের ৩ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় দায়েরকৃত ৭ ও ৮ নম্বর মামলায় মোজাম্মেল হোসনকে গ্রেফতার করা হয়। আদালতের কাছে আমরা তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইব।

২০১২ সালের ৩ নভেম্বর বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় ফান্ডেড ৯৯০ কোটি তিন লাখ ও নন-ফান্ডেড ১৮৪ কোটি ৪৩ লাখ টাকা জালিয়াতির দায়ে ৫৩ জনের বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের করে দুদক।

মামলাগুলোয় গ্রুপের ও গ্রুপ সংশ্লিষ্ট মোট ১৩ জন আসামি রয়েছে। বাকি ৪০ জন আসামি হলেন জনতা, প্রাইম, প্রিমিয়ার, যমুনা ও শাহজালাল ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা। এ ছাড়া গ্রুপের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান চৌধুরী প্রতিটি মামলার প্রধান আসামি।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/জানুয়ারি ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর