thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

‘ঢাকার বাইরে থেকেও তারা শিল্পশৈলী নির্মাণে সচেষ্ট’

২০১৩ অক্টোবর ৩১ ১৩:৪৯:৫০
‘ঢাকার বাইরে থেকেও তারা শিল্পশৈলী নির্মাণে সচেষ্ট’

দ্য রিপোর্ট২৪ প্রতিবেদক : গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে মোজাই জীবন সফরী ও সমীর মজুমদারের ‘যখন নিঃশব্দ শব্দকে খাবে’ শীর্ষক যৌথ চিত্রপ্রদর্শনী। বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অ্যালব্রেখট কোনজি।

উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমি তাদের নাম কখনো শুনেনি। কিন্তু তাদের কাজ আমার ভালো লেগেছে। ঢাকার বাইরে থেকে তারা কাজ করছে, অথচ তারা তাদের আলাদা শিল্পশৈলী নির্মাণে স্পষ্টভাবে সচেষ্ট।’

তিনি আরও বলেন, ‘নড়াইল ও যশোরের এই তরুণ দুই শিল্পী আশা জাগিয়েছে। তবে এটাই তাদের শুরু। তাদের সামনের দিনগুলি, তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। আমি তাদের দু’জনের জন্য দোয়া করি।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী মনিরুল ইসলাম, লেখক ও শিক্ষক সলিমুল্লাহ খান প্রমুখ।

প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনীতে সমীর মজুমদারের ২১টি, মোজাই (মো. জাহিদুল ইসলাম) জীবন সফরীর ৩২টি এবং সম্মিলিত ২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

(দ্য রিপোর্ট২৪/আইজেকে/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর