thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

৩ পাকিস্তানী নাগরিক ১৩ দিনের রিমান্ডে

২০১৪ জানুয়ারি ২০ ১৬:৪৭:১৬
৩ পাকিস্তানী নাগরিক ১৩ দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে এসে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে তিন পাকিস্তানী নাগরিককে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার মহানগর আদালতে ওই তিন পাকিস্তানী নাগরিককে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপ-পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম ২০ দিনের রিমান্ডের আবেদন জানান।

শুনানি শেষে আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান তাদের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মেহমুদ, ওসমান ও ফকরুল।

উল্লেখ্য, তেহরিক-ই-তালেবানের ৩ সদস্যকে রবিবার রাত আড়াইটায় রাজধানীর শিল্পকলা একাডেমী গেট থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা (মেন্যুয়াল) সমরাস্ত্রের প্রশিক্ষণ সম্পর্কিত তথ্যাদিসমৃদ্ধ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রমনা থানায় দু’টি মামলা করা হয়। এই দু’টি মামলায় তাদের ১৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর