thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘২০১৭ সালের মধ্যে পদ্মা ও কালনা সেতুর নির্মাণ’

২০১৪ জানুয়ারি ২০ ১৭:২৩:১৪
‘২০১৭ সালের মধ্যে পদ্মা ও কালনা সেতুর নির্মাণ’

নড়াইল সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০১৭ সালের মধ্যে পদ্মা ও নড়াইলের কালনা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। নতুন সরকারের প্রথম পথযাত্রায় প্রথম একনেক বৈঠকে যোগাযোগের প্রথম যে প্রকল্পটি (রবিবার) অনুমোদিত হয়েছে সেই প্রকল্পটির নাম হচ্ছে কালনা সেতু। এই প্রকল্পে ব্যয় হবে ২৪৪ কোটি ৭৮ লাখ টাকা।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘কিছুদিন পরই টেন্ডার হবে। ৬৮০ মিটার দীর্ঘ এই সেতুটি ৪ লেন বিশিষ্ট হবে। সেতুটি নির্মিত হলে বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।’

‘সেতুটি এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি নির্মাণের ব্যাপারে বার বার তাগিদ দিয়েছেন। তাই নতুন সরকারের প্রথম একনেক সভায় সেতুটি নির্মাণের প্রকল্প পাস করা হয়।’

মন্ত্রী সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নড়াইলের কালনা ফেরীঘাটে সেতু নির্মাণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।

বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা স্বয়ং আল্লাহ পাক এবং এ দেশের জনগণ জানেন।’

পরিদর্শনকালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের পুলিশ সুপার মো. মনির হোসেন, নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানসহ প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর