thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

যশোরে ৩ দালাল আটক

২০১৪ জানুয়ারি ২০ ১৭:২৭:৩৯
যশোরে ৩ দালাল আটক

যশোর সংবাদদাতা : যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ দ্য রিপোর্টকে জানান, হাসপাতালের সামনে বিভিন্ন ক্লিনিক ও দোকানের দালালি করার অভিযোগে সোমবার দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- জাহিদুল ইসলাম, আলম ও রবিউল।

তিনি আরও জানান, আটক জাহিদুল ইসলামকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আলম ও রবিউলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারি কাশেম, কামরুল ও মনিরুল এদের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তত্ত্বাবধায়ককে বলা হয়েছে বলে জানান তিনি।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইয়াকুব আলী মোল্লা বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এসবি/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর