thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বগুড়ায় বাস উল্টে নিহত ১, আহত ৪

২০১৪ জানুয়ারি ২০ ১৮:২৯:৪৭
বগুড়ায় বাস উল্টে নিহত ১, আহত ৪

বগুড়া সংবাদদাতা : বগুড়ার শেরপুরে সোমবার যাত্রীবাহী একটি বাস উল্টে হেলপার নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত হেলপার আরিফুল ইসলাম শেরপুর উপজেলা সদরের শাহ বন্দেগী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, সকাল ১১টায় জেলার শেরপুর উপজেলার অদূরে ছোনকা নামক স্থানে বগুড়া থেকে নগরবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে তা মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের হেলপার আরিফুল ইসলাম (২২) নিহত ও আহত হন আরও ৪ জন।

গুরুতর আহত অবস্থায় ৪ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এপি/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর