thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নির্বাচন বর্জন করায় খালেদার ‘ধন্যবাদ’

২০১৪ জানুয়ারি ২০ ১৮:৫৫:১৮
নির্বাচন বর্জন করায় খালেদার ‘ধন্যবাদ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারির অবৈধ ও প্রহসনের নির্বাচন বর্জন করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া।

তিনি একই সঙ্গে সরকারের প্রতি অবিলম্বে ক্ষমতা ত্যাগ করে আলাপ-আলোচনার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আহ্বান জানান।

সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকেলে বিএনপি আয়োজিত গণসমাবেশ ও জনগণকে ধন্যবাদ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, আপনারা যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তা হলে হত্যা-নির্যাতন বন্ধ করেন। আসুন আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে জনগণের গ্রহণযোগ্য সরকারের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসি।

(দ্য রিপোর্ট/টিএস/এফএস/এমএআর/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর